মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরা-যশোর সড়কে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী পটু নামে পথচারি এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন ওয়ারিয়া গ্রামে এই এঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী পটু (৭৫) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ ইদ্রিস আলী বাড়ি থেকে বের হয়ে পায়ে হেটে ঝাউডাঙ্গা বাজারে যচ্ছিলেন। পতিমধ্যে বিকাল ৫টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন ওয়ারিয়া গ্রামের সামনের প্রধান সড়ক পার হওয়ার সময় দ্রæত গতির একটি মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন