মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় মাদক বিক্রেতার ৩ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আল আমিন নামে এক মাদক বিক্রেতার ৩ মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ ফেব্রুয়ারি) মাদক বিক্রির সময় হাতে নাতে আটক হওয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি তাকে এই সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ি মোঃ আল আমিন (৩০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের মোঃ শাহিন সরদারের ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, মাদক বিক্রির সময় বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সেকেন্দারনগর গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনার দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ি আল-আমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন