মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আত্মহত্যা করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক রোকুনুজ্জামান সুমন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সাতক্ষীরা শহরতলীর গদাইবিলে নিজে ঘেরের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

আত্মহননকারী রোকুনুজ্জামান সুমন সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের পশ্চিমপাড়ার ইসহাক সরদারের ছেলে। তবে, তার আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কোন তথ্য মেলেনি।

সাতক্ষীরা পৌর কাউন্সিলর ও জেলা ছাত্রসমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল জানান, রোকুনুজ্জামান সুমন ছাত্রসমাজের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার অকাল প্রয়াণ কোনভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।

পারিবারিক সূত্র জানায়, বুধবার বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রোকুনুজ্জামান সুমনের মরদেহ দাফন করা হবে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই সুমন এর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন