শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরা পৌর মেয়র’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে পৌরসভার ১১ জন কাউন্সিলর। গত ১৩ জানুয়ারী পৌরসভার ১১ কাউন্সিলর মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে অভিযোগ উত্থাপন করে।

এসব অভিযোগের মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পৌরসভার আর্থিক ক্ষতিসাধন ও পৌরসভার বিভিন্ন হাট-বাজার বিধি ভঙ্গ করে ইজারা প্রদান এবং অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণের নিমিত্তে বাজেট ব্যতীত টেন্ডার প্রদান।

এদিকে অভিযোগ প্রাপ্তি পর গত ২৪ জানুয়ারী স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সরজমিনে তদন্ত করে সুস্পষ্ঠ মতামতসহ জরুরি ভিত্তিতে প্রতিবেদন প্রেরণের জন্য জেলা প্রশাসক, সাতক্ষীরাকে অনুরোধ জানানো হয়। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জেলা প্রশসেকের কার্যালয়ে পৌর মেয়রের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন