মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ৮ নেতা পদত্যাগ করায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় নির্বাচন কমিশন এ নোটিশ প্রদান করেন।
গত ২৭ জানুয়ারী কমিটির ৭ জন পদত্যাগ করেন এবং ৩০ জানুয়ারী ১ জন পদত্যাগ করেন। কমিটির ৮ নেতা পদত্যাগের ফলে কার্যকরি পরিষদের দুই তৃতীয়াংশ পদত্যাগ করেছেন এবং তাদের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে নির্বাচন কমিশনার এড. কুন্ড তপন কুমার জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১১ সদস্য বিশিষ্ট কমিটির ৮ জন পদত্যাগ করায় সংগঠনের গঠনতন্ত্রের ১ খ -এর ৪ এর (চ) ধারা অনুযায়ী কার্যকরি পরিষদ বিলুপ্ত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী কেউ পদত্যাগ করলে তা গৃহিত হবে এবং নির্বাচন কমিশন কমিটি পরিচালনা করবে। যা গঠনতন্ত্রে উলে­খ করা আছে এবং সেই অনুযায়ী কমিটি পরিচালনা করা হবে। এছাড়া সময় অনুযায়ী সুষ্ঠু নির্বাচন দেয়া হবে।

পদত্যাগকারীরা হলেন, সহ-সভাপতি এড. গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক এড. শেখ সাইদুর রহমান, অর্থ সম্পাদক এড. জে এম আব্দুল­াহ আল মামুন, সহ-সম্পাদক (লাইব্রেরী) এড. আব্দুল জলিল, ক্রীড়া সম্পাদক এড. আ ক ম সামছুদ্দোহা খোকন, মহিলা সহ-সম্পাদিকা এড. শাহানা ইমরোজ স্বপ্না, সদস্য এড. তারেক ইকবাল অপু, শাহরিয়ার হাসিব। এছাড়া কমিটির বর্তমানে সভাপতি এড. আবুল হোসেন-২, সাধারণ সম্পাদক এড. আ ক ম রেজওয়ান উল­াহ সবুজ এবং সদস্য এড. ফিরোজ আহমেদ পদত্যাগ করেননি। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা অন্যান্যরা হলেন, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. আনিছুর কাদির ময়না ও এড. জিয়াউর রহমান।

এবিষয়ে সদ্য বিলুপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আ ক ম রেজওয়াউল্লাহ সবুজ এর সাথে যোগাযোগ করলে পরে কথা বলি বলে তিনি ফোন কেটে দেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন