মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে acci পড়ে তাছলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের দুদলী নামক স্থানে এইঘটনা ঘটে।

নিহত গৃহবধু তাছলিমা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা এলাকার ছবিলার রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, তাছলিমা খাতুন তার স্বামীর সাথে মোটরসাইকেলে সাতক্ষীরায় ডাক্তার দেখাতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ উপজেলার দুদলী মসজিদের সামনে পৌঁছালে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান তাছলিমা।

স্থানীয়দের সহযোগিতায় রাত ৮ টার দিকে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে তাছলিমা খাতুন মারা যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন