মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

তালা প্রতিনিধি

তালায় সায়লা ইসলাম হিরামনি (১৬) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের নুরুজ্জামান শেখের মেয়ে এবং তালা মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

রবিবার বিকালে নিজ ঘরে গলায় ওড়না প্যাচানো অবস্থায় ঝুলে ছিল ওই ছাত্রীর লাশ। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

নিহতের কাকা সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান জানান, রবিবার বিকালে ঘরের মধ্যে হিরামনির ঝুলন্ত লাশ দেখতে পান তারা। হিরামনি আত্মহত্যা করেছে বলে তারা ধারণা করছেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

তালা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান, ওই কলেজ ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা জানতে পেরেছেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন