মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় বিষপানে কৃষকের আত্মহত্যা

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় বিষপানে আজগার আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া গ্রামের মকবুল সরদারের ছেলে।

রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পানিকাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। বাড়ীর সকলের অগোচরে পানিকাউরিয়া মাঠের মধ্যে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে বাড়ীর লোকজন জানতে পেরে তাৎক্ষণিক ভাবে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে আসা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন