Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কলারোয়ায় বৃদ্ধা সোনাভান বিবি’র রহস্যজনক মৃত্যু, হত্যা মামলা দায়ের

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে আলোচিত সেই বৃদ্ধা সোনাভান বিবি মারা গেছেন। শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের দক্ষিন বহুড়া গ্রামে ভাইপো ইসরাফিলের বাড়িতে তিনি মারা যান।

এ ঘটনায় মৃতের আরেক ভাইপো নজরুল ইসলাম বাদি হয়ে ৫ জনকে আসামী করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত সোনাভান বিবি (৬৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের দক্ষিন বহুড়া গ্রামে মৃত হাজের বিশ্বাসের মেয়ে।

মরহুমার ভাইপো রফিকুল ইসলাম জানান, আমাদের ফুফু সোনাভান বিবি তার আরেক ভাইপো ইসরাফিলের বাড়িতে থাকতেন। শনিবার বেলা দেড়টার দিকে ওই বাড়িতে হঠাৎ তার মৃত্যু হয়। তারা কাউকে না জানিয়ে তড়িঘড়ি করে মরদেহ দাফনের চেষ্টা করলে তার মৃত্যু অস্বাভাবিক হয়েছে বলে আমাদের সন্দেহ হয়। তখন আমি থানা পুলিশে খবর দিয়ে সাহায্য কামনা করি। খবর পেয়ে পুলিশ এসে ফুফু সোনাভান বিবি’র মরদেহ থানায় নিয়ে যায়।

এদিকে মরহুমার ভাইপো ইসরাফিল ও জাহাঙ্গীর আলম জানান, ফুফু দীর্ঘদিন যাবত যক্ষ্মাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি সাতক্ষীরার ডাক্তার মামুনুর রশীদের কাছ থেকে চিকিৎসা নিতেন ও ওষুধ খেতেন। শনিবার বেলা দেড়টার দিকে তিনি মারা যান। জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় আমাদের চাচাতো ভাইয়েরা ফুপুর মৃত্যু নিয়ে বিভ্রান্তি করছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, এ ঘটনায় মৃত্যের ভাইপো নজরুল ইসলাম বাদি হয়ে ৫ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃদ্ধার মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযানে নেমেছে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন