Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরা জেলা ক্রীড়ার সংস্থার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা ক্রীড়ার সংস্থার (সাজেক্রিস) নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাতে টাউন স্পোটিং ক্লাবে শহরের বিভিন্ন ক্লাব কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের সভাপতি জাপা নেতা শেখ আজহার হোসেন।

সভায় উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান আশু, মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, গণমুখীর মাহমুদ হাসান মুক্তি, এরিয়ান্সের শাহ আলম শানু, সুলতানপুর ক্লাবের শেখ মারুফ উল হকসহ বলাকা ক্রীড়া চক্র, ইয়াং বলাকা, সূর্য তরুণ, বঙ্গমাতা, রসুলপুর যুব সমিতিসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

সভায় সর্ব সম্মতিক্রমে হাসনে জাহিদ জজকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এছাড়া দুই দিনের মধ্যে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে একটি প্যানেল ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন