মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরা সীমান্তে মাদক ও রূপার গয়নাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে আড়াই কেজি ওজনের রূপার গয়নাসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার (৯ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে এই রূপার গয়না উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ মোরশেদ আলম (২২)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী উত্তর ভাদিয়ালী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহলদলের সদস্যরা ভোর রাত ৩টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ ও রেফারেন্স পিলার ৯ বরাবর কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালিয়ে মোরশেদ আলমকে আটক করে।

এসময় তার কাছ থেকে ২ কেজি ৫৫০ গ্রাম ওজনের রূপার গয়না, ৪ বোতল ফেন্সিডিল ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ কলারোয়া থানায় সোপর্দ এবং রূপার গয়নাসমূহ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ ভারতীয় রূপার গয়নাসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন