Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কলেজ ছাত্রীর ছবি ফেসবুকে ছড়ানোর হুমকি দিয়ে চাঁদা দাবি : যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা ‘ল’ কলেজের শেষ বর্ষের এক ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে ফিরোজুর রহমান রানা নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ ফিরোজুর রহমান রানা (৩৫) সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকার খলিলুর রহমানের ছেলে।

সাতক্ষীরা ‘ল’ কলেজের ওই শিক্ষার্থী বলেন, আমার মোবাইল থেকে কৌশলে ৫/৬টি ছবি নিয়ে নেন ফিরোজুর রহমান রানার স্ত্রী মিতালী। এরপর মিতালী সেই ছবি তার স্বামী রানার কাছে সরবরাহ করে। রানা সেই ছবি কয়েকজনের কাছে দেয়। এরপর ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনায় তিনি পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এরপর ওই অভিযোগের ভিত্তিতে রানাকে ডিবি পুলিশ আটক করেন। তিনি আটক রানার উপযুক্ত শাস্তির দাবি জানান।

সাতক্ষীরা ডিবি পুলিশের এস আই ফরিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে রানা নামের এক যুবককে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন