মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তালার কুমিরায় আ.লীগের আজিজুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শেখ আজিজুল ইসলাম বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বে-সরকারী ফলাফলে তিনি ৫৭৮ ভোটের ব্যবধানে জামায়াত সমর্থিত অধ্যাপক মোঃ ইদ্রিস আলী মোড়লকে পরাজিত করেন।

এরআগে উৎসবমুখর পরিবেশে রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ৯টি কেন্দ্রের বে-সরকারী ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আজিজুল ইসলাম ৭০০৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত অধ্যাপক মোঃ ইদ্রিস আলী মোড়ল (চশমা প্রতীক) পেয়েছেন ৬৪৩০ ভোট। তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রাহুল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন