মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন 

তালা প্রতিনিধি

তালায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ বিশ্বাস (৭৫) মারা গেছেন। তিনি উপজেলার মাগুরা গ্রামের মৃতঃ প্রমোদ বিশ্বাসের পুত্র। শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মারা যান। সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, তালা থানার এস আই প্রীতিশ রায়, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অনাথ মন্ডল, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন