মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় ইঞ্জিন ভ্যান থেকে পড়ে গিয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার সকাল দশটার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম সাহিল উদ্দিন তরফদার (৮৪)। তিনি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের মৃত গোলাম সরোয়ার তরফদারের ছেলে।

নিহত বৃদ্ধের ছেলে বাবু জানান, তার বাবা সহিল উদ্দিন তরফদার একটি ইঞ্জিন ভ্যানে করে শ্যামনগর থেকে কাশিমাড়ী গ্রামে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির অদূরে পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল ইঞ্জিন ভ্যানটিকে ধাক্কা দিলে তার বাবা রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন