Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্যামনগরের চুনা নদীতে নিখোঁজের পরদিন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পর দিন এক মৎস্যজীবীর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে চুনা নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মৎস্যজীবীর নাম মোঃ হেলাল উদ্দিন (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন দাতিনাখালি গ্রামের মোসলেম গাজীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে চুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান মৎস্যজীবী হেলাল উদ্দিন। মাছ ধরার একপর্যায় নদীতে পড়ে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুনা নদীতে তার লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয় স্থানীয়রা। পরে নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বুড়িগোয়ালিনী নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন