Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্যামনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলায় কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের আব্দুল হকের মেয়ে হালিমা খাতুন (৪) ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (সাড়ে ৪ বছর)। স্থানীয়রা জানান, শিশু দু’টি বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতা বশতঃ তারা পুকুরের মধ্যে পড়ে যায়।

অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে মেয়ে শিশু হালিমার লাশ পুকুরে পানিতে ভেসে উঠলে তার পরিবারের সদস্যরা তাকে দেখতে পান। এরপর তারা ওই পুকুরে নেমে অপর শিশু তরিকুলের লাশও উদ্ধার করেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন