মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় ছেড়া তার স্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের ছেড়া তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত মনিরুল ইসলাম মনি (৪৫) সাতক্ষীরার কলারোয়া

উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত রজব আলী
ফকিরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, বৃষ্টির মধ্যে বাড়ির

উঠানে পা পিছলে পড়ে যাওয়ার সময় মনিরুল পাশের বাঁশের খুঁটি হাত দিয়ে ধরতে যান। এসময় বসত ঘর থেকে রান্না ঘরে সংযোগ নেয়া

বাঁশের খুটিতে বাধা বিদ্যুতের তার ছিড়ে পড়ে যায়। বিদ্যুতের ওই ছেড়া তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল মারা যান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন