মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরার কালিগঞ্জে বোমা মজিদসহ ২ সন্ত্রাসী আটক, পিস্তল-ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

সাতক্ষীরার কা‌লিগ‌ঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে বোমা মজিদ ও আবু মুছা নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ কালিগঞ্জ উপজেলার চাঁচাই গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং আবু মুছা একই উপজেলার শ্রীরামপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে।

রোববার ভোর রাত ৩টার সময় ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ্ববর্তী মোড়ল পাড়া নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৩টি ককটেল ও দুইটি পিস্তল উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন খুলনা র‌্যাব ৬ এর সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত স্কোয়াডঅন লিডার ইশতিয়াক আহম্মেদ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন