Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাট চুরির অভিযোগে গৃহবধূকে পিটিয়ে হত্যা!

তালা অফিস

সাতক্ষীরার তালায় সামান্য দুই আটি পাট চুরির অভিযোগে নাছিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিন সন্তানের জননী নাছিমা খাতুন খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের নাজের আলী শেখের স্ত্রী।

মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে তালা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ুন কবির ও তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ।

নিহত গৃহবধূর স্বামী নাজের আলী শেখ জানান, তাদের বাড়ির পাশে একটি ডোবায় পাট জাগ দেয় একই এলাকার করিম মোড়লের ছেলে মনিরুল মোড়ল ও নরিম মোড়লের ছেলে মিন্টু মোড়ল। ক’দিন আগে তারা দুই আটি পাট কম পেয়ে নাজের আলী ও স্ত্রী নাছিমা খাতুনের উপর চুরির দোষ চাপায়। এ সময় তারা নাজের আলী শেখকে মারপিট করে।

এদিকে সোমবার দুপুরে নাজের শেখের স্ত্রী নাছিমা খাতুন গভীর নলকূপের পানি আনতে গিয়ে মনিরুল ও মিন্টুর সাথে দেখা হয়। এ সময় তাদের কাছে স্বামীকে মারপিট করার কারণ জানতে চায় এবং প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল ও মিন্টুসহ ৪/৫ জন মিলে নাছিমা খাতুনকে চুরির অপবাদে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে মাথায় আঘাত করলে সে পড়ে যায়। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তালা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন