মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবনে বাঘের মরদেহ

গে‌জেট ডেস্ক

সুন্দরবনের গহিনে একটি বাঘকে মৃত অবস্থায় পাওয়া গেছে। রোববার সন্ধ্যার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে মৃত বাঘটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, সুন্দরবনের গহীনে একটি বয়স্ক মৃত বাঘ পাওয়া গেছে বলে শুনেছি। উপকূলে নিয়ে আসার পর বিস্তারিত জানাতে পারব।

একই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, জেলেদের দেওয়া খবরের ভিত্তিতে একটি বয়স্ক মৃত বাঘ উদ্ধার করা হয়েছে। এখন রেঞ্জ অফিসে আনা হচ্ছে। ধারণা করছি, বয়স বেশি হওয়ার কারণে বাঘটি মারা গেছে। তবে মৃত্যুর মূল কারণ ফরেনসিক রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া যাবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন