মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় ওয়ারেন্টভূক্ত তিন আসামী আটক

তালা প্রতিনিধি

তালায় জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত তিন আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের এরশাদ আকুন্জী ছেলে মদন আকুন্জী, উত্তর নলতা গ্রামের ইশা শেখ ছেলে ফারুক শেখ ও নলতা গ্রামের বাদা জোয়াদ্দার ছেলে কোহিনুর জোয়াদ্দার। বুধবার রাতে অভিযান চালিয়ে খলিলনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তালা থানার ওসির নেতৃত্বে এসআই প্রীতিশ রায় সংগীয় অফিসার ফোর্সসহ বুধবার রাতে খলিলনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবু জিহাদ ফকরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত তিন আসামীকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন