শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

মায়ের উপর অভিমানে পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

তালা প্রতিনিধি

মায়ের উপর অভিমান করে পঞ্চম শ্রেণীর ছাত্রী ফাহিমা সুলতানা পাখি (১১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১০ অক্টোবর ) রাত আটটার দিকে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামে।

পাখি আটারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করতো। সে একই গ্রামের জাহাঙ্গীর শেখের মেয়ে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, পাখি নামের মেয়েটি গত রবিবার রাত আটটার দিকে টিভি দেখাকে কেন্দ্র করে মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করে।

এ বিষয়ে তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন