মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় মটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে মটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে শ্যামনগর উপজেলা সদরের গোপালপুর মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ মটর সাইকলে চালককে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি শ্যামনগর উপজেলা সদরের গোপালপুর মোড়ে দাড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মটরসাইকেল পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা মারে। এতে রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিত মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেল চালক কৈখালী ইউনিয়নের গোনা গ্রামের জাকির হোসেনের ছেলে ব্র্যাক কর্মী আবু মোস্তফাকে আটক করা হয়েছে।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন