মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফরাদ সরদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) রাত ৮টার সময় উপজেলায় খেশরা ইউনিয়নের মুড়াগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মুড়াগাছা গ্রামের আলী সরদারে ছেলে।

জানা গেছে, ওই ছাত্রী নবম শ্রেণিতে পড়ে। ফরাদ তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। সম্প্রতি কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ফরাদ সরদার বিভিন্ন ভয়ভীতি দেখায়। বুধবার দুপুরে ওই ছাত্রীকে বাড়ীতে একা পেয়ে ফরাদ সরদার ছাত্রীর গলা-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। তবে ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পালিয়ে যায় ফরাদ । এ ঘটনায় তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা। বুধবার রাতে ফরাদ সরদারকে আটক করে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি ) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নং ২, তারিখ- ৬-১০-২০২১ ইং।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন