মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মাকে দেখে বাড়ি ফেরা হলো না খেলোয়াড় তরিকুলের

তালা প্রতিনিধি

চিকিৎসাধীন মাকে দেখে বাড়ি ফেরা হলো না তালার প্রিয় খেলোয়াড় সৈয়দ তরিকুল ইসলামের (৩৫)। মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যান তিনি। সোমবার (৪ অক্টোবর) রাত ৯দিকে খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার নতুনরাস্তা এলাকায় ট্রাকের সাথে এ সংঘর্ষ হয়। এসময় ঘাতক ট্রাককে আটক করেন স্থানীয়রা। তবে ট্রাক চালক পালিয়ে যায়। সৈয়দ তরিকুল ইসলামের তানিশা নামে আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সৈয়দ তরিকুল ইসলাম তালা সদর ইউনিয়নের আটারই গ্রামে মরহুম সৈয়দ সিরাজুল ইসলামের ছোট ছেলে। সিরাজুল ইসলামের তিন ছেলের মধ্যে তরিকুল ছোট। তিনি মাকে নিয়ে তালা উপ-শহরে নিজস্ব বাসভবনে থাকতেন। আর দুই ভাই সোহেল এবং বুলবুল থাকেন খুলনাতে।

গত ৩০ সেপ্টেম্বর তরিকুল ইসলামের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা আবু নাসের হাসপাতালে ভর্তি করেন। মাকে দেখতে প্রতিদিন যাতয়াত করতেন তিনি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন