Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্যামনগরে পুকুরে ডুবে তরুণীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আইটপাড়া গ্রামে পুকুরে ডুবে ফিরোজ খাতুন নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। মৃত যুবতী ফিরোজ খাতুন (২১) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইটপাড়া গ্রামে মোঃ আবুল কালাম গাজীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, আগে থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিল ফিরোজ খাতুন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির পুকুরে থালা-বাসন মাজতে যায় ফিরোজা। এ সময় হঠাৎ সে মৃগীরোগে আক্রান্ত হলে অসাবধানতাবশতঃ পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল জানান, মৃগী রোগের কারণে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন