Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কলারোয়ায় দুই পক্ষের সংঘর্ষে গৃহবধু নিহত : আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে সকিনা খাতুন (৩৬) নামের এক গৃহবধু মারা গেছে। ১৯ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এঘটনা ঘটে। পুলিশ তিনজনকে আটক করেছেন।

নিহত গৃহবধু কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। ঘটনার সময়  আহত হয় তার মেয়ে রাজিয়া (১৮)।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয় উপজেলার গয়ড়া গ্রামের হযরত আলীর ছেলে ইমানুর রহমান ঝন্টু, ঝন্টুর স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে, জাহিদ হাসান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সকিনার মেয়ে জামাই বাড়ীতে থাকা নিয়ে ভাসুর ইমানুর রহমান ঝণ্টুর স্ত্রী মর্জিনা ও তার ছেলে জাহিদের সাথে তাদের বিরোধ ছিলো। এনিয়ে প্রায়ই ভাসুরের ছেলে জাহিদ ও বড় জা মর্জিনা তাকে গালিগালাজ করত।

বুধবার দুপুরেও একই ঘটনায় তাদের গালিগালাজ করতে থাকলে সকিনা গালিগালাজ না করার জন্য অনুরোধ করলে উভয়ের মধ্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে মর্জিনা ও তার ছেলে জাহিদ হাসান সকিনা এবং তার মেয়ের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সকিনার মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় মেয়ে রাজিয়া।  আটক করেন।

ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিন কিলোমিটার দূর থেকে গ্রাম পুলিশ তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে তাদরেকে পুলিশের কাছে সোপার্দ করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মনীর উল গীয়াস ঘটনার জানান, নিহত সকিনার মেয়ে রাজিয়াকে গুরুতর আহত অবস্থায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন