Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৯৬টি পরিবার ও ২৬টি প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ২২২ বান ঢেউটিন ও গৃহ-নির্মাণ বাবদ ৬ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে বুধবার এই ঢেউটিন ও চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিমসহ উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত সাতক্ষীরা সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগস্ত ১৯৬টি পরিবার ও ২৬টি প্রতিষ্ঠানের মাাঝে বিনামূল্যে এই ঢেউটিন ও গৃহ-নির্মাণ বাবদ ৬ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন