মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে পল্লী বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কৃষ্ণনগর বাজারে দোকানে যাওয়ার পথে জনৈক আনছার আলী মোড়লের বাড়ির সামনের রাস্তায় এঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম (৪১) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের পল্লী চিকিৎসক সামছুর রহমান মোড়লের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোরবার সন্ধ্যা থেকে কালিগঞ্জে বৃষ্টি শুরুর এক পর্যায় বিদ্যুৎ লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে। সোমবার সকাল ৮ টার দিকে মোটরসাইকেল মেকানিক মনিরুল ইসলাম কৃষ্ণনগর বাজারে অবস্থিত তার দোকানে যাচ্ছিলেন। পতিমধ্যে জনৈক আনছার আলী মোড়লের বাড়ির সামনে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার সরানোর চেষ্টাকালে মনিরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন