Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

পাটকেলঘাটা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় মেয়ের বাড়ী থেকে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে শেখ এলাহি বস্ক(৭৫) নামে এক বৃদ্ধ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধ থানার বড়কাশীপুর গ্রামের মৃত হারুনার রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (১৯আগষ্ট) দুপুুুর ৩টার দিকে ওই বৃদ্ধ থানার ত্রিশমাইল তাঁর মেয়ের বাড়ী থেকে পায়ে হেটে বড়কাশীপুর নিজ বাড়ীতে ফেরার পথে মহাসড়কের ভৈরব নগর নামক স্থানে সাতক্ষীরা থেকে খুলনাগামী ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৮-১৯৭১) পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এ সময় ঘাতক ট্রাকটি রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

পাটকেলঘাটা থানা উপ-পরিদর্শক এসআই সুব্রত কুমার সাহা জানান, নিহতে লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন