মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে দুই চোর হাসপাতালে

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া সীমান্তবর্তী গ্রামের মাদরা থেকে পল্লীবিদ্যুৎ এর চলমান লাইনের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই চোর মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই সময় ঘটনার সাথে যুক্তথাকা এক চোর পালিয়ে যায় বলে জানা গেছে।

সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মাসুম আহম্মেদ এ প্রতিবেদককে জানিয়েছেন, শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে কলারোয়া জোনাল অফিসের আওতায় সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজাপুর অভিযোগ কেন্দ্রের মাদরা গ্রামের মাঠ থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি করতে খুঁটিতে ওঠে কলারোয়া উপজেলার মাদরা গ্রামের শাহিনুর রহমান (২০) একই গ্রামের জসীম হোসেন (২২) ও মাসুদ রানা (২৪)। এসময় খুটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় জসিম ও শাহিনুর রহমান। মাসুদ রানা এই অবস্থা দেখে দৌড় দিয়ে পালিয়ে যায়। বর্তমানে দুই চোর কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন