মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আল আমিন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক আল-অমিন শ্যামনগর উপজেলার গবুরা ইউনিয়নের আব্দুল ওয়াব আলীর ছেলে। সে বর্তমানে সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকার আবু রায়হানের মেয়ে মোছাঃ মুসফিরাত রায়হানকে(১৪) প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে যুবক আল-আমিন। মুসফিরাত রায়হান সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। অভিযোগ পেয়ে আজ শনিবার দুপুরে তাকে আটক করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন