সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বাবার মাহেন্দ্রর সংঘর্ষে ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় মটরসাইকলের সাথে মাহেন্দ্রর সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সামিউল্লাহ (৪)। সে সাতক্ষীরা শহরের রসুলপুরস্থ সিটি কলেজ মোড় এলাকার মাহেন্দ্র চালক সাইদুল ইসলামের ছেলে।

নিহত শিশুর বাবা মাহেন্দ্র চালক সাইদুল ইসলাম জানান, সন্ধ্যায় নিজের মাহেন্দ্র করে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে পাটকেলঘাটা থানার আঠারো মাইল এলাকার শশুর বাড়ি থেকে সাতক্ষীরা শহরের রসুলপুরস্থ সিটি কলেজ মোড় এলাকার বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকলের সাথে তার মাহেন্দ্রর ধাক্কা লাগে। এ সময় মাহেন্দ্রটি রাস্তার উপর উল্টে যায়। এতে তার শিশু সন্তান সামিউল্লাহ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন