সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় চার ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার ব্যবসায়ীকে জরিমান করা হয়েছে । শহরের সুলতানপুর বড়বাজারে নকল প্রসাধনী বাজারজাত করার অপরাধে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা এবং ঘোষপাড়া এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে ঘি তৈরির অভিযোগে একজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব সুত্র জানায়, র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মোঃ ইশতিয়াক হোসাইন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন ও খুলনা অঞ্চল বিএসটিআই কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন এর নেতৃত্বে সাতক্ষীরা জেলার সদর থানার বড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় নকল প্রসাধনী বাজারজাত করার অপরাধে প্রবির কুমার সাধুকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ মিলন হোসেনকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঘোষপাড়া এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে ঘি তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিমল ঘোষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন