Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পেল সাতক্ষীরা মেডিকেল

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের উন্নত চিকিৎসা ও দ্রুত আরোগ্য লাভের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা এবং ২টি বিআইপিএপি মেশিন হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য ও টাউন স্পোটিং ক্লাবের উপদেষ্টা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঙ্গলবার ১৮ আগষ্টএসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাউন স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ্ উদ্দীন আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জী,  ক্লাবের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, এ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন