শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাইকেল মিস্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম নামের এক সাইকেল মিস্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার বন্দকাটি গ্রামে এঘটনা ঘটে।

মৃতের ভাই গোলাম রসুল জানান, আবুল কালাম স্থানীয় বাঁশতলা বাজারে একটি ছোট টলের দোকান নিয়ে সাইকেল মিস্ত্রীর কাজ করতো। সোমবার (৩০ আগষ্ট) তার দোকানে হালখাতা থাকায় সকাল থেকে সে হালখাতার প্রস্তুতি নিচ্ছিল। একপর্যায় হালখায় ব্যবহারের জন্য মাইক সেট লাগিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট
হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহম্মাদ গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদেও কারো আপত্তি না
থাকায় নিহতের মরদেহ তার পারিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট/টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন