Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালায় ক্ষুদে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে নিজ উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। সোমবার (১৭ আগস্ট) সকালে তিনি ক্ষুদে ফুটবলারদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

একই সময় তিনি তালা ক্লাবের জুনিয়র ফুটবল দল, মাদরা ফুটবল একাদশ ও তালা মহাল্লাপাড়া জুনিয়র ফুটবল একাদশের ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেন।

তালা মহাল্লাপাড়া জুনিয়র ফুটবল একাদশের ক্ষুদে ফুটবলার তানজীম নাভিদ তুর্য ক্রীড়া সামগ্রী পেয়ে বলেন, ‌’ভবিষ্যতে তারা মেসি-রোলানদোর মতো হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিতে চান।’

তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার বলেন, ‘আমাদের দেশে দক্ষ ও আন্তর্জাতিক মানের ফুটবলার গড়ে তুলতে হলে কোমলমতি শিশু-কিশোরদের মাদকের বিষাক্ত ছোবল থেকে নিরাপদ রাখতে ক্ষুদে খেলোয়ারদের সঠিক গাইড লাইন, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ও খেলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।’

এসব ভাবনা থেকেই ব্যক্তিগত উদ্যোগে উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে এ উপহার নিয়ে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন