Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাংবাদিক সুভাষ চৌধুরীর চিকিৎসা সহায়তায় অর্থ দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরীর চিকিৎসা সহায়তা বাবদ দুই লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের পক্ষে তাঁর প্রতিনিধি ভবতোষ বিশ্বাস অসুস্থ সাংবাদিক সুভাষ চৌধুরীর বাড়িতে যেয়ে তাঁর হাতে চেকটি তুলে দেন।

এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সুভাষ চৌধুরীর স্ত্রী মিনতি চৌধুরী এবং ছেলে চন্দন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সুভাষ চৌধুরী বলেন, তার অসময়ে দুই লাখ টাকা নিজের চিকিৎসায় ব্যবহার করা হবে। এ সময় তিনি সাতক্ষীরা জেলা প্রশাসককেও ধন্যবাদ জানান।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন