Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শিশু পাচার প্রতিরোধ ও নারী-শিশুবান্ধব সংবাদ পরিবেশনায় নাগরিক সংলাপ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় শিশু পাচার ও সুরক্ষা এবং নারী ও শিশুবান্ধব সংবাদ পরিবশেনায় সাংবাদিকদের সাথে এক নাগরিক সংলাপ সোমবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

‘ইনসিডিন বাংলাদেশ’ আয়োজিত এ নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। সার্বিক বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করেন ‘ইনসিডিন বাংলাদেশ’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।

নাগরিক সংলাপে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত’র স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান মধু. সাংবাদিক অধ্যাপক এমএ কালাম, শেখ মোসলেম উদ্দিন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আতাউর রহমান, এমএ সাজেদ, আব্দুর রহমান, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, জাকির হোসেন, মোস্তফা হোসেন বাবলু, জুলফিকার আলী, ফারুক হোসেন, সরদার জিল্লুর রহমান, আরিফুর রহমান চৌধুরী, মোজাহিদুল ইসলাম, ফারুক রাজ, কামরুজ্জামান প্রমূখ।

নাগরিক সংলাপ অনুষ্ঠানে ‘নিজেকে সুরক্ষিত রাখুন, পাচার মুক্ত দেশ গড়–ন’ বিষয়ে আলোচনাকালে বাংলাদেশের আইনে মানব পাচার, শিশু পাচার, কোন ধরনের শিশুরা পাচারের ঝুঁকিতে রয়েছে, কী উদ্দেশ্যে শিশুরা পাচারের শিকার হয়- প্রভৃতি আইনগত বিষয় তুলে ধরা হয়। একই সাথে করোনা সতর্কতায় মাস্ক পরা, হাত ধোয়াসহ সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন