শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

কপোতাক্ষ নদের চর থেকে নবজাতকের লাশ উদ্ধার

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের চর থেকে এক নবজাতকের কন্যা সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তালা উপজেলার কানাইদিয়া এলাকা থেকে এই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার কানাইদিয়া এলাকায় নদের চরে এক নবজাতকের লাশ দেখতে পায়। এ সময় তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান,খবর পেয়ে এক নবজাতক কন্যা সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাকে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন