সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় কমেছে প্রাণহা‌নি, ২৪ ঘন্টায় করোনা উপসর্গে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ফের কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় ১৮ আগষ্ট বুধবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬১০ জন।

করোনা উপসর্গে মৃত ব্যক্তির নাম মোঃ হাবিবুর রহমান (৬৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ শুইলপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে হাবিবুর রহমান সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগষ্ট বুধবার তিনি মারা যান।

সামেক হাসপাতাল সূত্র জানায়, ১৯ আগষ্ট সকাল পর্যন্ত মোট ১৩৯ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ৭ জন করোনা পজেটিভ ও বাকি ১৩২ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৯ জন ও সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২০ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনের নমুনা পরীক্ষা শেষে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ শতাংশ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন