সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মসজিদে নামাজরত তিন মুসাল্লীকে মারপিট

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা‘

সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মসজিদে নামাজরত তিন বৃদ্ধকে বেদম মারপিট করেছে স্থানীয় যুবলীগের ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান। সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী মোল্লাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। এতে পাতাখালীর এসএম আব্দুস সাত্তার (৬৭), মোসলেম মোল্লা (৬০) ও সাবুদ আলী (৬০) আহত হন।

এসএম আব্দুস সাত্তারের ছেলে মাসুম বিল্লাহ জানান, প্রতিবেশী আবুল কাশেমের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আছরের নামাজের পরে তার বাবা এসএম আব্দুস সাত্তার ও আবুল কাশেম বাকবিতন্ডায় লিপ্ত হন। এর জের ধরে মাগরিবের ওয়াক্তে মসজিদে নামাজরত অবস্থায় স্থানীয় যুবলীগের ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, তার বাবা আবুল কাশেম ও ছোট ভাই জালাল উদ্দিন সংঘবদ্ধ হয়ে এসএম আব্দুস সাত্তারকে মারধর করেন। এসময় বাঁধা দিতে আসলে তারা প্রতিবেশী মোসলেম মোল্লা ও সাবুদ আলীকে নামাজিদের সামনে দেওয়া কাঠের তৈরি ছুতরা দিয়ে বেদম মারপিট করেন। এতে তারা রক্তাক্ত জখম হন। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন