সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধান বীজ সহায়তা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত আমন ধানের বীজ সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার আয়োজনে রোববার (৮ আগষ্ট) শ্যামনগর কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এক অনুষ্ঠানে এই বীজ সহায়তা প্রদান করা হয়।

কৃষিসম্প্রসারণ অধিদপ্তর শ্যামনগরের সহযোগিতায় অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মোঃ শাহজান কবির।

শ্যামনগর উপজেলা নির্বাহি অফিসার আ.ন.ম আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষিসম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এসএম মফিজুল ইসলাম, সিনিয়র সাইন্টিফিক অফিসার ইমরান উল্লাহ সরকার, ড. আমানত উল্লাহ রাজু, ফার্ম ম্যানেজার অসিম কুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে কৃষি গবেষকরা অতিবৃষ্টিজনিত জলাবদ্ধ এলাকায় ব্রি উদ্ভাবিত আমন ধানের বীজ কিভাবে চাষাবাদ করা যায় তা নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলার ৩০০ কৃষকের মাঝে তিন কেজি করে আমন ধানের বীজ সহায়তা প্রদান করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন