সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া তরুণী উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এক তরুণীকে (১৯) উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে দেবহাটার কুলিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ এক নারী পাচারকারিকে আটক করেছে।

আটক নারী পাচারকারির নাম আবুল কাশেম (৪০)। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের আবু সানার ছেলে। আবুল কাশেম মানব পাচার সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের গাইন পাড়া গ্রামের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের খোদাবক্সের ছেলে মনিরুল ইসলাম ওরফে রনি (৩৫)। একপর্যায় ওই তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে দেবহাটার কুলিয়া এলাকায় রবিউল ইসলামের বাড়িতে নিয়ে যায় রনি। বিষয়টি জানতে পেরে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করেন। ওই তরুণীর দেয়া তথ্য অনুযায়ী পুলিশ শুক্রবার ভোর রাত ২টার দিকে কালিগঞ্জের নলতা ইউনিয়নের মাঘুরালি এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য আবুল কাশেমকে আটক করে।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বেলা ১২ টার দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন