সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় অস্ত্র-গুলিসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতি‌বেদক

সাতক্ষীরা হতে অস্ত্র-গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (১৫ জুলাই) র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামস্থ আশা মোড়ে জনৈক আব্দুল সবুরের সত্যতা ফার্নিচার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা করলে মোঃ আব্দুল কাদের (২৫) ও মোঃ আব্দুল কাশেম (২৭), পিতা- মোঃ আব্দুল গাফফার, সাং- বৈচনা, ইউপি- ভোমরা, থানা ও জেলা- সাতক্ষীরাদ্বয়কে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন