Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরা রেঞ্জে ট্রলারসহ ৬ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহিনে সাপখালী খালে অবৈধভাবে মাছ ধরার সময় মালামাল সহ ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সুন্দরবনে ৪৬ নং কম্পার্টমেন্টের আওতায় সাপখালী খাল থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলো, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের মজিদ মোড়লের ছেলে নুরুজ্জামান (৩৩) ও নুর মোহাম্মাদ (৩২), একই এলাকার আব্দুল গফুর মোড়লের ছেলে ইউসুফ আলী (৩০), আজিজ সরদারের ছেলে শামিম হোসেন (৩০), মোবারক মোড়লের ছেলে মহরাম হোসেন (২৩) এবং মৃত মাদার মোড়লের ছেলে মোবরক মোড়ল (৫৫)।

সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, `সুন্দরবনের সাপখালী খালে অবৈধভাবে মাছ ধরার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ১টি ট্রলার, ১টি জাল ও ৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছসহ ৬ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন