বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে তালা মুক্তিযোদ্ধা সংসদের ২ লাখ টাকার চেক প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা মহামারিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের হাতে এই চেক তুলে দেন তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজউদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরার সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি প্রমুখ।

এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দীন বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দেশ আজ ক্রান্তিকাল পার করছে। করোনা ভাইরাসের কথা বিবেচনা করে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা দেশের মানুষের সহযোগিতার জন্য জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ২ লাখ টাকার চেক প্রদান করে দেশ ও দেশের মানুষের পাশে দাড়িয়েছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন