বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

আশাশুনিতে মন্দিরের তালা ভেঙ্গে মূর্তি চুরি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে মন্দিরের তালা ভেঙ্গে দু’টি মূর্তি চুরি হয়েছে। বৃহষ্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যে কোন সময়ে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে এ ঘটনা ঘটে।

কাপসন্ডা গ্রামের কৃষ্ণমোহন ব্যানার্জী জানান, তাদের বাড়ির পাশে সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে দেড়’শ বছরের একটি পাথরের নারায়ণ মূর্তি ও পিতলের কৃষ্ণমূর্তি ছিল। প্রতিদিন ওই মন্দিরে পূজা দেওয়া হতো। বৃহষ্পতিবার দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে যে কোন মন্দিরের দরজার তালা ভেঙ্গে কে বা কারা ওই দু’টি মূর্তি চুরি করে নিয়ে যায়। বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত এ নিয়ে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন