বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ইবিতে ‘ওয়েবনার অন ইফেকটিভ ট্রিচিং স্ট্র্যাটিজিক ফর ইউনিভার্সিটি টিচার’ শীর্ষক সেমিনার

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী ‘ওয়েবনার অন ইফেকটিভ ট্রিচিং স্ট্র্যাটিজিক ফর ইউনিভার্সিটি টিচার’ শীর্ষক ভার্চুয়াল সেমিনার বুধবার ১২ আগষ্ট অনুষ্ঠিত হয়েছে। আইকিউএসি’র (কোয়ালিটি এ্যাঙ্গুয়েরেন্স সেল) আয়োজনে ভিসির বাংলোর কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথির ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মােঃ সেলিম তােহা।

সেমিনারে রির্সোস পার্সন হিসেবে বক্তব্য রাখেন ভারতের দিল্লির বিখ্যাত জহুরুলাল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইস্ট্রোরিক্যাল স্টাডিজ স্কুল অব সােস্যাল সায়েন্স এর প্রফেসর ড. জ্যোতি আতােয়াল।

উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বস্মর্ণ, প্রফেসর ড. মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কর্মকর্তাবৃন্দ ।  সেমিনারে বিশ্ববিদ্যালয়ের নব্বই এর অধিক শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন